শিরোনাম
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিউ ক্যালেডোনিয়ার মানুষ স্বাধীনতা চান না

ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া রাজ্যের বাসিন্দারা গণভোটে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এটি ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত একটি এলাকা। রবিবার অনুষ্ঠিত গণভোটে ৫৬.৪ শতাংশ ভোটার ফ্রান্সের সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন। স্বাধীনতার পক্ষে ভোট পড়েছে ৪৩.৬ শতাংশ। স্বাধীনতাপন্থিদের সহিংস আন্দোলন থামানোর জন্য ১৯৮৮ সালে ফ্রান্স দ্বীপটিতে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই চুক্তি অনুসারে এই গণভোট অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতি ছিল ৮১ শতাংশ। গণভোটের ফলাফল পূর্বাভাসের চেয়ে প্রতিদ্বন্দ্ব্বিতা ছিল বেশি। তবে ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। রাজধানী নৌমিয়াতে গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। ফল ঘোষণার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এতে ফরাসি প্রজাতন্তের প্রতি আস্থা প্রকাশিত হয়েছে। আমি অনেক গর্বিত। শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকার ঐতিহাসিক পদক্ষেপ নিতে পেরেছি। আল-জজিরা।

 

সর্বশেষ খবর