মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৫ হাজার পরিবারকে গরু দেবেন বিপ্লব দেব

গরু নিয়ে ভারতে রাজনীতির শেষ সেই। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘোষণা দিয়েছেন তিনি রাজ্যের পাঁচ হাজার পরিবারকে গরু দেবেন। এক ঘোষণায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি রাজ্যের পাঁচ হাজার পরিবারের মধ্য গরু বিতরণ করবেন। এতে যেমন রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান হবে তেমনি পরিবারের সদস্যরা বাঁচবে অপুষ্টি থেকে। আর এর মাধ্যমে পরিবারগুলো ব্যবসাও করতে পারবে। মাত্র ৬ মাসের মধ্যে লাভের মুখ দেখতে পারবে দরিদ্র লোকজন। রবিবার আগরতলায় দলের চিন্তন শিবির শেষে সাংবাদিকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বাসভবনেও গরু রাখা হবে। এতে আমার পরিবার যেমন পুষ্টির উৎস পাবে তেমনি রাজ্যের মানুষও গরু পালনে উৎসাহী হবেন, রাজ্যজুড়ে অপুষ্টি কমবে।

সর্বশেষ খবর