মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পরমাণু শক্তির সাবমেরিনের সফল যাত্রা ভারতের

ভারতের তৈরি প্রথম পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ (নিউক্লিয়ার সাবমেরিন) আইএনএস অরিহন্ত ভারতীয় নৌসেনায় কমিশনড হয়েছে ২০১৬ সালের আগস্টে। নিয়মমাফিক তার আগেই একবার লম্বা সি ট্রায়াল (সমুদ্রে যাতায়াত এবং অস্ত্র প্রয়োগ) সেরে নিয়েছিল আইএনএস অরিহন্ত। নৌসেনার হাতে চলে আসার পরে নিউক্লিয়ার সাবমেরিনটিকে পাঠানো হয়েছিল ‘ডেটারেন্স প্যাট্রোল’-এ। ভারতীয় সমুদ্রসীমা ছাড়িয়ে আন্তর্জাতিক জলসীমার নানা অংশ ঘুরে অরিহন্ত ফিরে এসেছে নির্দিষ্ট বন্দরে। এই দীর্ঘ মহড়ায় সমুদ্রের তলা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের ওপরে পরমাণু হামলা চালানোর মহড়াও অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে নিউক্লিয়ার সাবমেরিনটি। এই সংবাদটি গতকাল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়ে দিলেন। তিনি বলেন, ঐতিহাসিক দিন, ভারত সফলভাবে গড়ে ফেলেছে ‘পরমাণু ত্রিশূল’। মোদি লিখলেন, “যাঁরা পরমাণু শক্তির ভয় দেখান, আইএনএস অরিহন্তের সাফল্য তাঁদের জন্য উপযুক্ত জবাব।” পরমাণু ত্রিশূল হলো স্থল, জল এবং অন্তরীক্ষ থেকে পরমাণু হামলা চালানোর সক্ষমতা।

আইএনএস অরিহন্তের এই সফল পরিভ্রমণ ভারতের সামরিক বাহিনীর মর্যাদাকে অনেকটা বাড়িয়ে দিল।

সর্বশেষ খবর