শিরোনাম
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইরাকে হাজার হাজার মৃতদেহে ভরা দু’শ গণকবর

ইরাকের যে জায়গাগুলো এক সময় ইসলামিক স্টেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, সেই জায়গাগুলো থেকে হাজার হাজার মৃতদেহ ভরা দুই শতাধিক গণকবর পাওয়া গেছে —বলছে জাতিসংঘ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দফতর থেকে প্রকাশ করা এক রিপোর্টে বলা হয়, ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে নিনেভেহ, কিরকুক, সালাহ আল-দীন এবং আনবার প্রদেশগুলোয় এসব গণকবর পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়, এসব গণকবরে পাওয়া মৃতদেহের সংখ্যা ১২ হাজার পর্যন্ত হতে পারে। জাতিসংঘ বলছে, এসব গণকবরের ফরেনসিক পরীক্ষা করা দরকার, কারণ যে অপরাধ সংঘটিত হয়েছে, তা কতটা ব্যাপক তার প্রমাণ রয়েছে এসব গণকবরে। জেনেভা থেকে বিবিসির ইমোজিন ফুকস জানায়, এই গণকবরগুলো পাওয়া গেছে এমন এলাকায় যা একসময় ছিল ইসলামিক স্টেটের দখলে। মসুল শহরের বাইরের একটি গর্তে খুঁজে পাওয়া গেছে আটজনের দেহ। আর খাফসা শহরে একটি বিরাট খাদে পাওয়া গেছে শত শত মানুষের দেহাবশেষ। অনেক মৃতদেহই শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী থেকে শুরু করে ইরাকের সামরিক এবং পুলিশ বাহিনীর সদস্যরাও আছে। জাতিসংঘের এর আগের আনুমানিক হিসাবে বলা হয়েছিল, ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হাতে অন্তত ৩৩ হাজার মানুষ নিহত হয়েছে।

২০১৪ সাল থেকে তিন বছর ধরে এই গোষ্ঠীটি সিরিয়া এবং ইরাকের যে বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল, সেখানে তারা বহু মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে। এর মধ্যে তাদের মতাদর্শের বিরোধী লোক থেকে শুরু করে সবাইকে টার্গেট করা হয়েছিল।

সর্বশেষ খবর