বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের সেই বিজ্ঞাপন বর্জন মার্কিনিদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের একটি বিজ্ঞাপন প্রত্যাহার করেছে এনবিসি, ফক্সনিউজ ও ফেসবুক। সোমবার এই নেটওয়ার্কগুলো বিজ্ঞাপনটি প্রত্যাহার করার কথা জানায়। সমালোচকরা যেটিকে ‘বর্ণবাদী’ হিসেবে অভিহিত করেছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। ৃগত সপ্তাহে অনলাইনে ছাড়া ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটি ট্রাম্পের ২০২০ সালের পুনঃনির্বাচন প্রচারণা শিবির তৈরি করিয়েছে। এতে আদালত কক্ষে ২০১৪ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা এক অবৈধ অভিবাসীকে দেখানো হয়েছে যে, দুজন পুলিশ কর্মকর্তাকে খুন করেছে। মেক্সিকো হয়ে ল্যাটিন অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে এগিয়ে আসছে, বিজ্ঞাপনটিতে এমন দৃশ্যের পাশাপাশি ওই বিষয়টি দেখানো হয়েছে। সমালোচকরা এই বিজ্ঞাপনটিকে জাতিগত বিভেদ সৃষ্টিকারী অভিহিত করে এর নিন্দা করেছেন।

সর্বশেষ খবর