বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘে তোপের মুখে সৌদি

জাতিসংঘে তোপের মুখে সৌদি

খাশোগি হত্যা

জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিদের তোপের মুখে পড়েছে সৌদি আরব। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যার অভিযোগে এ তোপের মুখে পড়তে হয় তাদের।

এ ছাড়া, দেশে মানবাধিকারের বাজে রেকর্ডের কারণেও তীব্র নিন্দার মুখোমুখি হতে হয় দেশটিকে। ইয়েমেন যুদ্ধে সৌদি-আমিরাত নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অপব্যবহারের কারণেও সমালোচনার মুখে পড়তে হয়  সৌদি আরবকে। সোমবার সম্মেলনের শহর সুইজারল্যান্ডেও জেনেভায় ‘বৈশ্বিক পর্যাবৃত্ত পর্যালোচনা’ নামের চার বছর পর পর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সম্মেলনে এ তোপের মুখে পড়ে সৌদি আরব। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মানবাধিকার পরিষদকে জানান, তারা সাংবাদিক খাশোগির পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের নিন্দা জানান। ওই প্রতিনিধি বলেন, ‘এ হত্যাকাণ্ডের ক্ষেত্রে একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ, সমাপ্তিমূলক ও স্বচ্ছ তদন্ত দরকার, যার ফল জনসম্মুখে প্রকাশ করা হবে।’ ইয়েমেনে সৌদি  নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে বহু দিন ধরে সমর্থন দিয়ে আসছিল ওয়াশিংটন।

সর্বশেষ খবর