বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যামেরুনে স্কুল থেকে ৭৯ শিক্ষার্থী অপহূত

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক স্কুলের ৭৯ শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র অস্ত্রধারীরা। স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার রাতে অপহরণের ওই ঘটনা ঘটে। ওই অঞ্চলের সরকারের মুখপাত্র লুই মারি বেনি বলেন, ব্যামিন্ডা শহরের প্রেসবিটারিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে ঘুম থেকে তুলে ছেলেমেয়েদের নিয়ে যায় অস্ত্রধারীরা। ৭৯ জন ছেলেমেয়েকে তারা স্কুলের মিনিবাসগুলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসের চালক গাড়িতে ত্রুটি থাকার কথা জানালে অস্ত্রধারীরা শিক্ষার্থীদের হাঁটিয়ে নিয়ে গিয়ে গুম করে ফেলে। এ ঘটনায় সোমবার সকালে সরকারের ঊর্ধ্বতন মহলে বৈঠক হয়েছে। ক্যামেরুন সেনাবাহিনী, পুলিশ ও সামরিক পুলিশ অপহূত শিশুদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউনিট হেলিকপ্টার দিয়ে তাদের খুঁজছে। লুই মারি বেনি আরও বলেন, তিন দিন আগে স্কুলটির অধ্যক্ষকে অপহরণ করা হয়েছে। তিনি এখনো স্কুলে ফিরে আসেননি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

সর্বশেষ খবর