বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টয়লেট বিপ্লব করতে চান বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও শীর্ষ ধনী বিল গেটস টয়লেট বিপ্লব করতে চীনে গিয়েছেন। গতকাল বেইজিং-এ এক সম্মেলনে পানি ও পয়ঃনিষ্কাশন লাইন ব্যতীত ভবিষ্যৎ টয়লেট ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন। গেটস আরও জানিয়েছেন, বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন উদ্ভাবিত এই টয়লেটে মানব মল নিষ্কাশনের  কোনো প্রয়োজন নেই। রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মুহূর্তে এটি সারে রূপান্তরিত হয়ে যাবে। তিনি জানান, বিশ্বায়ন ও মুক্তবাণিজ্যের কল্যাণে এই টয়লেট  তৈরির প্রযুক্তি একীভূত করা সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর