বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাগরতলে ঘুমানো যাবে মাছের সঙ্গে

১৫ মিলিয়ন ডলার খরচ করে সাগরতলে হোটেলটি বানানো হয়েছে। পানির নিচের সাড়ে ১৬ ফুটের কক্ষটিতে রাতে মাছের সঙ্গে ঘুমানো যাবে। আবাসিক এই হোটেলটির অবস্থান মালদ্বীপের রাঙ্গালি দ্বীপে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান হিলটন ওয়ার্ল্ডওয়াইড পরিচালিত হোটেল ও রিসোর্ট প্রতিষ্ঠান কনরাড মালদ্বীপ রাঙ্গালি দ্বীপে ‘মুরাকা’ নামে বিলাসবহুল দোতলা হোটেলটি বানিয়েছে। হোটেলটি চালুও হয়েছে। বলা হচ্ছে, পানির নিচে কাচঘেরা আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে এটিই প্রথম।

সর্বশেষ খবর