শিরোনাম
শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদেশি সাহায্যকে ভিক্ষার সঙ্গে তুলনা করলেন বিলাওয়াল

বিদেশি সাহায্যকে ভিক্ষার সঙ্গে তুলনা করলেন বিলাওয়াল

পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের নীতিই হলো ভিক্ষা করা। এমন মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। বুধবার জাতীয় পরিষদের অধিবেশনের পরে মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সরকারের কোনো পররাষ্ট্র এবং অর্থনৈতিক নীতি নেই। ১০০ দিনের এজেন্ডা বাস্তবায়নের আর মাত্র ১০ দিন বাকি আছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। এ সময় তিনি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সরকারের সমালোচনা করেন। তিনি আরও বলেন, জাতীয় অর্থনৈতিক ইস্যুতে জাতীয় পরিষদে কোনো বিতর্ক নেই। আগামী দিনগুলোতে পণ্যের দাম বাড়বে বলেও তিনি মনে করেন। এ ছাড়া পাকিস্তান-চীন মুদ্রানীতির কথা উদ্ধৃত করে তিনি বলেন, আসিফ আলী জারদারি সরকার গৃহীত নীতির পক্ষে যতক্ষণ ছিল সরকার ততক্ষণ এ নীতি গ্রহণযোগ্য ছিল।

সর্বশেষ খবর