শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভেনেজুয়েলার ১৪ টন সোনা ফেরত দেবে না ব্রিটেন

ভেনেজুয়েলার প্রায় ১৪ টন সোনা ফিরিয়ে দিতে অস্বীকার করেছে ব্রিটেন। প্রায় ৫৫ কোটি ডলার সমমূল্যের এ সব স্বর্ণপিণ্ড ব্যাংক অব ইংল্যান্ডের কাছে গচ্ছিত রেখেছে দেশটি। গত প্রায় দুই মাস ধরে ব্যাংক অব ইংল্যান্ডে ভল্টে গচ্ছিত সোনা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভেনেজুয়েলা। কিন্তু হুন্ডিবিরোধী কিছু শর্ত বাস্তবায়ন করা হয়নি দাবি করে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক গচ্ছিত সোনা ফিরিয়ে দিতে অস্বীকার করছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ সোনা ভেনেজুয়েলায় ফিরিয়ে এনে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করবেন বলে দাবি করেছে ব্যাংক অব ইংল্যান্ড। এদিকে, ভেনেজুয়েলার স্বর্ণ রফতানির বিরুদ্ধে গত সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

সর্বশেষ খবর