শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘শত্রু শেয়ার’ বিক্রি করবে ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতীয় কোম্পানিতে পড়ে থাকা  পাকিস্তানের নাগরিকদের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কুড়ি হাজারের বেশি শেয়ার গ্রাহকদের সাড়ে ছয় লাখের বেশি শেয়ার ভারতের এক হাজার কোম্পানিতে পড়ে রয়েছে বলে এক সরকারি বিবৃতিতে বলা হয়। এগুলো রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের এনিমি প্রপার্টি কাস্টডিয়ানের কাছে। বিক্রির পর যাবতীয় অর্থ ভারতের অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা পড়বে বলে বলা হয়েছে। এক হাজার কোম্পানির মধ্যে প্রায় ৬০০ কোম্পানি বর্তমানে চালু রয়েছে।

সর্বশেষ খবর