শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট সিরিসেনা

জানুয়ারিতে ভোটের সম্ভাবনা

ক্ষমতার দ্বন্দ্বের জেরে শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। গতকাল রাতে এক ডিক্রি জারি করে দ্বীপরাষ্ট্রের ২২৫ আসনের পার্লামেন্ট ভেঙে দেন তিনি। গত মধ্যরাত থেকেই তা কার্যকর হয়েছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। ২০২০ সাল পর্যন্ত এই পার্লামেন্ট চলার কথা। কিন্তু তার দুই বছর আগেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো। সপ্তাহদুয়েক আগে এক আকস্মিক সিদ্ধান্তে জোটসঙ্গী নেতা রনিল বিক্রমাসিংকে অপসারণ করেন সিরিসেনা। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষেকে এবং পার্লামেন্ট স্থগিত করেন। এরপর থেকেই শুরু হয় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা। এরমধ্যে বিক্রমাসিংহ রাষ্ট্রপতির সেই নির্দেশ অমান্য করে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করে প্রধানমন্ত্রী ভবনেই অবস্থান করেন। স্পিকারও প্রধানমন্ত্রীর ওই নির্দেশকে সমর্থন না করার ঘোষণা দেন। এ অবস্থায় রাজাপক্ষেকে পার্লামেন্টে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা ছিল। কিন্তু আস্থা ভোটের আগেই হার স্বীকার করে নেয় সিরিসেনার দল ইউপিএফএ। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে আটজন সদস্য কম আছে বলে জানিয়েছে তারা। আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এএফপি

সর্বশেষ খবর