শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ার উদ্যোগে শান্তি আলোচনায় তালেবান

আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধের পর রাশিয়ায় আয়োজিত আফগান শান্তি প্রক্রিয়া বিষয়ক সম্মেলনে এই প্রথম যোগ দিয়েছে উগ্র গোষ্ঠী তালেবান। কাবুল এবং তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার অনুকূল পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে গতকাল এ সম্মেলন অনুষ্ঠান করেছে মস্কো। এতেই প্রথমবারের মতো যোগ দেন তালেবান প্রতিনিধিরা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের পাশাপাশি আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সরাসরি আলোচনার পথ প্রশস্ত হবে। যুক্তরাষ্ট্রও এ সম্মেলনে অংশ নিচ্ছে। এ ছাড়াও ভারত, চীন, পাকিস্তান, ইরানসহ আছে অন্যান্য আরও দেশ।

সর্বশেষ খবর