সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেঁচে থাকার তীব্র আকুতি জানিয়েছিলেন খাশোগি

বেঁচে থাকার তীব্র আকুতি জানিয়েছিলেন খাশোগি

ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগিকে হত্যা করার মুহূর্তের অডিও রেকর্ডিং-এর তথ্য প্রকাশ করেছেন তুর্কি সাংবাদিক নাজিফ কারামান। তিনি তুরস্কের পত্রিকা ডেইলি সাবাহর ক্রাইম বিভাগের প্রধান। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাতকদের হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে বেঁচে থাকার জন্য তীব্র আকুতি জানিয়েছিলেন খাশোগি। তিনি দাবি করেন, ঘাতকরা হত্যার পূর্বে খাশোগির মাথার উপর একটি ভারী ব্যাগ রেখেছিল। অডিওতে খাশোগিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার দমবন্ধ হয়ে আসছে। আমার মাথার উপর থেকে ব্যাগটি সরাও। আমি ভীষণভাবে ভয় পাচ্ছি।’ গত ২রা অক্টোবর জামাল খাশোগি ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন ধারণা করা হয়, কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করে দাবি করে কাজ শেষে খাশোগি কনস্যুলেট থেকে বেড়িয়ে গেছে। দীর্ঘদিন অস্বীকারের পর তাকে হত্যা করার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত তার লাশের সন্ধান দেয়নি সৌদি আরব। সাংবাদিক কারামান সাক্ষাৎকারে বলেন, অডিওতে খাশোগি বলছিলেন, আমার দমবন্ধ হয়ে আসছে। কারমান আল জাজিরাকে জানান, শ্বাসরুদ্ধ হয়ে খাশোগির মৃত্যু হতে প্রায় সাত মিনিট সময় লাগে। উল্লেখ্য, কারামান তুর্কি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিতি।

পশ্চিমাদের কাছে অডিও প্রমাণ হস্তান্তর : খাশোগি হত্যাকান্ডের সময়কার অডিও রেকর্ডিং ওই হত্যার সঙ্গে জড়িত সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও বৃটেনের কাছে পাঠিয়েছে তুরস্ক। শনিবার দেশটির প্রেসিডেন্ট  এরদোগান সাংবাদিকদের এ কথা জানান। এর আগে থেকেই তুর্কি গোয়েন্দারা দাবি করে আসছিল, সৌদি কনস্যুলেটের মধ্যে জামাল খাশোগিকে হত্যার অডিও ও ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। এদিকে খাশোগির মৃতদেহ উদ্ধার অভিযান সমাপ্ত করেছে তুরস্ক। তবে ৫৯ বছর বয়স্ক এ সাংবাদিকের মৃত্যু নিয়ে তদন্ত অব্যাহত থাকবে। এদিকে শনিবার দৈনিক সাবাহ-র প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ড্রেন থেকে সংগ্রহ করা নমুনায় এসিডের সন্ধান পাওয়া গেছে। তদন্তকারীরা ধারণা করছেন খাশোগির মৃতদেহ তরলে পরিণত করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এদিকে খাশোগি হত্যা নিয়ে সৌদির ওপর চলমান বৈশ্বিক চাপের মুখে প্যারিসে নৈশভোজে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও এরদোয়ান। প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের ৭০টি দেশের নেতার একত্রিত হয়েছেন। অন্যদিকে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাশোগি হত্যা ইস্যুতে খুব জোরালোভাবে তার কিছু বলার আছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত মতামত ব্যক্ত করবেন তিনি। আমরা কংগ্রেস, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে হত্যার বিষয়টি নিয়ে কাজ করছি।’

 

সর্বশেষ খবর