সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন বিক্রমাসিংহ

শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এ ঘোষণাকে চ্যালেঞ্জ করতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত সরকারের অর্থমন্ত্রী মাঙ্গালা সামারাবিরা জানান, তার দল আদালতে যাবে। তিনি বলেন, আমরা আদালতে লড়ব, আমরা পার্লামেন্টে লড়ব এবং আমরা নির্বাচনেও লড়ব। তিনি আরও বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্ট সিরিসেনাকে আমরা সমর্থন দিয়েছিলাম এই আশায় যে তিনি এ শ্রীলঙ্কার নেলসন ম্যান্ডেলা হয়ে উঠবেন। কিন্তু তিনি দেখিয়েছেন যে তিনি একজন বিশ্বাসঘাতক। ব্রিটেনভিত্তিক দ্য গার্ডিয়ান ও অনলাইন আল-জাজিরা জানিয়েছে, পাল্টাপাল্টি এসব সিদ্ধান্তে দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।

পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়, আগামী বছরের ৫ জানুয়ারি এবং নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে ১৭ জানুয়ারি। গত ২৬ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বিক্রমাসিংহকে সরিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কিন্তু বিক্রমাসিংহ এখনো নিজেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন। পার্লামেন্টে তার আসন সংখ্যাও রাজাপাকসের থেকে বেশি।

সর্বশেষ খবর