মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগির খুনিদের জবাবদিহির আওতায় আনবে যুক্তরাষ্ট্র!

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির খুনিদের জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যদিও এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযোগের আঙ্গুল খোদ সৌদি যুবরাজের বিরুদ্ধে। তবে সমালোচকরা বলছেন, এই খুনের নির্দেশ দাতা সৌদি যুবরাজ সালমান। আর তার সঙ্গেই কথা বলে খুনিদের জবাবদিহির কথা বলছে যুক্তরাষ্ট্র। বিষয়টি হাস্যকর। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুয়ার্ট, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে যুক্তরাষ্ট্র জবাবদিহির আওতায় নিয়ে আসবে। সৌদি আরবকেও একই ব্যবস্থা নিতে হবে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হয়নি। এদিকে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের কাছে খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ডিং সরবরাহ করেছে তুরস্ক। ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর খুন হন খাশোগি। কিন্তু খুনের সময়ের কথা রেকর্ড হয় খাশোগির এ্যাপল ঘড়িতে।

সর্বশেষ খবর