মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইয়েমেনে আগ্রাসন বন্ধের আহ্বান যুক্তরাজ্যের

ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। গতকাল রিয়াদ সফরের আগে এক বিবৃতিতে এ আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেন, ইয়েমেন যুদ্ধে মানবিক ক্ষতি ধারণাতীত। তিনি অস্ত্রের ঝনঝনানির বদলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে ইয়েমেন ইস্যু ছাড়াও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাবেন জেরেমি হান্ট।

২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে টুকরো টুকরো করে হত্যার পর এটাই কোনো ব্রিটিশ মন্ত্রীর প্রথম সৌদি সফর। তার এ সফরের একদিন আগে রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র দূতের সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ। রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। আল জাজিরা

সর্বশেষ খবর