মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

৬৯ শতাংশ পাকিস্তানি জানে না ইন্টারনেট কী?

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে, পাকিস্তানে শহর-গ্রামের প্রভেদ মাত্র ১৩ শতাংশ। এমনই তথ্য প্রকাশ পেয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)-ভিত্তিক একটি সমীক্ষায়। শ্রীলঙ্কার আইসিটি গবেষণা পরিচালনাকারী লিরনে এশিয়া থিঙ্ক ট্যাঙ্ক গতকাল এ তথ্য জানিয়েছে। সমীক্ষাটি পাকিস্তানের দুই হাজার পরিবারের ওপর ভিত্তি করে তৈরি। লিরনে এশিয়া দাবি করেছে, নমুনা পদ্ধতিটি জাতীয় পর্যায়ে ১৫ থেকে ৬৫ বছর বয়সী ৯৮% জনসংখ্যাকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছিল। ২০১৭ সালে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পরিচালিত এ সমীক্ষায় দেখা হয় ব্যবহারকারীরা কীভাবে আইসিটি পরিষেবাদি ব্যবহার করেছেন বা ব্যবহার করেননি। গবেষণাটি ইঙ্গিত করেছে, ইন্টারনেট সচেতনতার অভাব পাকিস্তানসহ এশিয়ার দেশগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা, যেখানে ১৫-৬৫ বছর বয়সের মাত্র ৩০% জনসংখ্যা ইন্টারনেট সচেতন। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে, পাকিস্তানে শহর-গ্রামের প্রভেদ বরং তুলনামূলকভাবে কম-মাত্র ১৩ শতাংশ। এ প্রভেদ এশিয়ার দেশগুলির মধ্যে সর্বনিম্ন। পাকিস্তানি নারীরা পুরুষের চেয়ে ৪৩ শতাংশ কম ইন্টারনেট ব্যবহার করেন। ভারতে ইন্টারনেট ব্যবহারে লিঙ্গ বৈষম্য ৫৭ শতাংশ এবং বাংলাদেশে ৬২ শতাংশ।

সর্বশেষ খবর