মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

আফগানিস্তানে ৭৫ সৈন্য নিহত

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবান বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ৭৫ জন সদস্য নিহত হয়েছেন। রবিবার দেশটির গজনি ও ফারাহ প্রদেশের কয়েকটি রণক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর এসব সদস্য নিহত হন। রবিবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ফারাহ ও এর নিকটবর্তী জেলাগুলোর কয়েকটি চেক পয়েন্টে তালেবান বিদ্রোহীদের হামলা ও বন্দুকযুদ্ধে এই মৃতের ঘটনা ঘটে।

 

ছত্তিশগড়ে বিধানসভার নির্বাচন

কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের ছত্তিশগড় রাজ্যে বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। রাজ্যের ৯০টি আসনের মধ্যে গতকাল প্রথম দফায় আটটি জেলার ১৮টি আসনে ভোট গ্রহণ হচ্ছে, এর সবগুলোই মাওবাদী অধ্যুষিত জেলার অন্তর্গত। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিকে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। গত ১৫ দিনে প্রায় ছয়টিরও বেশি হামলা চালিয়েছে মাওবাদীরা— কলকাতা প্রতিনিধি

 

প্রয়াত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

মারা গেলেন ভারতের কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী এইচ এন অনন্ত কুমার। গতকাল ভোরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ২০১৪ সালের মে মাসে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই কেন্দ্রের সার ও রসায়ন মন্ত্রীর হন অনন্ত কুমার। ২০১৬ সালের জুলাই থেকে সংসদীয় মন্ত্রীর দায়িত্ব পান তিনি। তিনি ছিলেন বেঙ্গালুরুর সাউথ কেন্দ্রের লোকসভার সংসদ সদস্য — কলকাতা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর