বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে ইইউ যুক্তরাজ্য সমঝোতা

কয়েক মাস ধরে আলোচনার পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা ব্রেক্সিট চুক্তির খসড়া টেক্সটের বিষয়ে একমত হয়েছেন। যুক্তরাজ্যের মন্ত্রিসভার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, চলতি সপ্তাহে নিবিড় আলোচনার পর নথিটি নিয়ে উভয়পক্ষের কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। গতকাল যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ২টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তেরেসা মে খসড়া নথিটির বিষয়ে মন্ত্রীদের সমর্থন চাওয়ার কথা। তেরেসা মে খসড়া নথিটি নিয়ে তার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে প্রত্যেক মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করে চলছেন বলে জানিয়েছে বিবিসি। আলোচনায় দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর ডলারের বিপরীতে পাউন্ড ও ইউরো শক্তিশালী হয়ে উঠলেও এটি স্বল্পমেয়াদী হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা, কারণ নথিটির বিষয়ে ব্রিটিশ মন্ত্রিসভা ও পার্লামেন্টে অনুমোদন বাকি রয়ে গেছে।

সর্বশেষ খবর