বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগি হত্যার মধ্যেই সৌদিতে মার্কিন রাষ্ট্রদূত

সাংবাদিক খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি প্রিন্স বিন সালমান চাপে আছেন। ওই খুনে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আর ওই খুনে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান এই ঘটনার মধ্যে মার্কিন সেনাবাহিনীর সাবেক এক জেনারেলকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৭ সালে জোসেফ ওয়েস্টফালের বিদায়ের পর থেকে এই পদটি ফাঁকা পড়ে আছে। ট্রাম্পের মনোনীত ওই মার্কিন জেনারেলের মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। জন আবিজেইড নামের চার তারকা জেনারেল লেবাননের খ্রিষ্টান বংশোদ্ভূত। ২০০৩ সালে ইরাকে যুদ্ধ শুরু হওয়ার পর ২০০৭ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন তিনি। মার্কিন সিনেটের অনুমোদন পেলেই তার নিয়োগ নিশ্চিত হবে।

সর্বশেষ খবর