শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মন্ত্রিপরিষদহীন শ্রীলঙ্কা এমপিদের হাতাহাতি

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা ভোটের একদিন পরেই শ্রীলঙ্কার পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এমপিরা। গতকাল রাজাপক্ষের সমর্থক এমপিরা সংঘর্ষে জড়ান রনিল বিক্রমসিংহের এমপিদের সঙ্গে। পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া গতকাল ঘোষণা করেন, শ্রীলঙ্কায় এখন কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নেই। বুধবার অনাস্থা ভোটে হেরে যান মাহিন্দা রাজাপক্ষে। এরপর গতকাল রাজাপক্ষে পার্লামেন্টে দেওয়া ভাষণে স্পিকারের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন। তিনি সাধারণ নির্বাচনের প্রস্তাব সমর্থন করতে এমপিদের প্রতি আহ্বান জানান। এরপরই তার সমর্থক এমপিরা প্রতিদ্বন্দ্ব্বী দলের এমপিদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অনেকে স্পিকারের দিকে পানির বোতল ছুড়ে মারেন। শ্রীলঙ্কার এই রাজনৈতিক সংকটের শুরু হয় ২৬ অক্টোবর। ওই দিন প্রেসিডেন্ট মইত্রীপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে রাজাপক্ষকে স্থলাভিষিক্ত করেন। কিন্তু শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, পার্লামেন্টে ভোটাভুটি ছাড়া প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট বরখাস্ত করতে পারবেন না। আর পার্লামেন্টে ভোট হলে বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো আপাতদৃষ্টিতে কঠিন। এবং হয়েছে তাই। রাজপক্ষে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে পারেননি। এর আগে রাষ্ট্রপতি সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলে তা সুপ্রিম কোর্ট স্থগিত করেছে।

সর্বশেষ খবর