শিরোনাম
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি আরব

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিতে চায় সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পাঁচজনই খাশোগিকে ওষুধ প্রয়োগ ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। সৌদি অ্যাটর্নি জেনারেল দাবি করেন, গত ২ অক্টোবর ইনজেকশন প্রয়োগের পর খাশোগিকে খুন করা হয়। পরে তার মরদেহ টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে নিয়ে যাওয়া হয়।

গতকাল সৌদি অ্যাটর্নি জেনারেলের বিবৃতিতে বলা হয়, তুরস্ক ও সৌদি আরবের যৌথ তদন্তে খাশোগি হত্যায় সন্দেহভাজনের সংখ্যা ২১ জনে পৌঁছেছে। সৌদ আল মোজেব জানান, ১১ জনকে চিহ্নিত করে তাদের আদালতের মুখোমুখি করা হয়েছে। এ ছাড়া অন্য সন্দেহভাজনদের বিষয়ে অপরাধে তাদের সংশ্লিষ্টতা নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে। হত্যার নির্দেশ ও অপরাধ সংঘটনে জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে বলে জানান সৌদি অ্যাটর্নি জেনারেল।

সর্বশেষ খবর