শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণহত্যায় দণ্ডিত দুই খেমার রুজ নেতা

জাতিসংঘ সমর্থিত কোনো ‘ট্রাইব্যুনালে’ এই প্রথম কম্বোডিয়ার দুই শীর্ষ খেমাররুজ নেতাকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ওই রায় দেওয়া হয়। দোষী সাব্যস্ত দুজন হলেন দেশটির মাওবাদী সাবেক শাসক পল পটের ডেপুটি নুওন চে (৯২) ও তৎকালীন রাষ্ট্রপ্রধান খিউ সামফান (৮৭)। এর আগে ২০১৪ সালে একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে খেমাররুজের এ দুই শীর্ষ নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ১৯৭৫ সালের ১৭ এপ্রিল সেনাবাহিনীকে হটিয়ে খেমাররুজ গেরিলারা তৎকালীন কম্পুচিয়ার রাজধানী নমপেন দখল করে নেয়। নমপেন দখল করে পল পট সরকার মূলত কৃষি সংস্কারের নামে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায়। ১৯৭৫ থেকে ’৭৯ সাল পর্যন্ত খেমাররুজের শাসনামলে কম্বোডিয়ায় ১৭ লাখ মানুষ নির্যাতন ও অনাহারে মারা যায় বা তাদের গণহত্যা করা হয়; যা দেশটির ওই সময়ের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ ছিল। পল পট ১৯৯৮ সালে কম্বোডিয়ার জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় মারা যান।

সর্বশেষ খবর