শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

লড়াই চালিয়ে যেতে চান তেরেসা মে

ব্রেক্সিট ইস্যু

মন্ত্রিসভায় ভাঙন, সংসদে অনাস্থা প্রস্তাবের আশঙ্কা, ব্রেক্সিট খসড়া চুক্তির চরম বিরোধিতা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এগিয়ে যেতে চান। এর মধ্যে ব্রিটেন ও ইইউ চুক্তি ছাড়াই ব্রেক্সিটের জন্য প্রস্তুত হচ্ছে। ঘরে-বাইরে কোণঠাসা হয়েও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন তেরেসা মে। ব্রেক্সিট চুক্তির খসড়ার প্রতি সমর্থন আদায় করতে তিনি ভবিষ্যৎ অনিশ্চয়তা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। দীর্ঘ আলাপ-আলোচনার পর ইইউর সঙ্গে যে বোঝাপড়া হাসিল করা সম্ভব হয়েছে, তা ব্রিটেনের স্বার্থরক্ষা করবে বলে দাবি করেন মে। এর ফলে চাকরি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, উত্তর আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়াসহ অনেক বিষয়ে অনিশ্চয়তা দূর করা সম্ভব হয়েছে। ব্রেক্সিট চুক্তির খসড়া অনুমোদন করেও ব্রিটেনের মন্ত্রিসভায় আরও দুই সদস্য পদত্যাগ করেছেন। আরও অনেকে পদত্যাগের হুমকি দিয়েছেন।

সর্বশেষ খবর