শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
খাশোগি হত্যা

১৭ সৌদির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় ভূমিকা থাকায় ১৭ সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। গত মাসে খাশোগি খুনের পর এটিই সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম কড়া পদক্ষেপ। নিষেধাজ্ঞার তালিকায় আছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক শীর্ষ সহযোগী সৌদ আল কাহতানি এবং সৌদি কাউন্সেল জেনারেল মোহাম্মদ আলোতায়িবি। ‘গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টিবিলিটি অ্যাক্ট’ এর আওতায় এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে। মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন এবং দুর্নীতির মতো অপরাধের ক্ষেত্রে এ আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। নিষেধাজ্ঞার তালিকায় আরও আছেন, কাহতানির সহযোগী মুতারেব। এ বছর যুক্তরাষ্ট্র এবং ইউরোপে রাষ্ট্রীয় সফরকালে সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে মুতারেবকে ছবিতে দেখা গেছে।

তুরস্কের মাটিতেই বিচার করতে হবে : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, খাশোগিকে হত্যার ঘটনায় ১৫ সদস্যের যে দলটি জড়িত তাদের বিচার অবশ্যই তুরস্কের মাটিতে হতে হবে। ওই হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব পাঁচজনকে মৃত্যুদণ্ড দেবার ঘোষণার পরেই চাভুসওগ্লু এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সৌদি আরবের দেওয়া বিবৃতিকে আমরা ইতিবাচকভাবে দেখছি, তবে তা যথেষ্ট নয়।’

সর্বশেষ খবর