শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপনে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন

বিশ্বজুড়ে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন করা হয়েছে। গত আগস্টে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া জেলা আদালতে এই অভিযোগ গঠন করা হলেও তা এতদিন গোপন ছিল। বৃহস্পতিবার ভুল করে এ সংক্রান্ত নথি প্রকাশ করে ফেলেন প্রসিকিউটররা। আদালতের ওই নথিতে বহিঃসমর্পণ ও গ্রেফতাদের আগে ‘অ্যাসাঞ্জ’ নামের একজনের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রকাশ্যে না আনতে বিচারকের কাছে অনুরোধ করা হয়েছিল। তবে মার্কিন কৌঁসুলিরা বলছেন, নথিতে অভিযুক্তের বদলে ভুল করে অ্যাসাঞ্জের নাম ঢুকে গেছে। এদিকে যে অভিযোগের বিষয়ে বিচারকের কাছে আবেদন জানানো হয়েছে তার সঙ্গে অ্যাসাঞ্জের কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টুইটারে উইকিলিকসের এক বার্তায় দাবি করা হয়েছে, সম্ভবত ‘কাট অ্যান্ড পেস্টের ভুলে’ নথিটি প্রকাশ হয়ে পড়েছে। মার্কিন প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র জসুয়া স্টুয়েভ বলেছেন, ভুল করে আদালতে নথি দাখিল করা হয়েছে। এই অভিযোগ দাখিল করার কথা ছিল না। প্রকাশ হওয়া নথিতে দেখা গেছে, অ্যাসাঞ্জকে গ্রেফতারের আগে পর্যন্ত অভিযোগ গোপন রাখতে চেয়েছেন প্রসিকিউটররা। বলা হয়েছে, গ্রেফতার বা প্রত্যাবাসন যেন এড়াতে না পারেন সে কারণে এটা গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর