শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ে ১৩ জনের প্রাণহানি

ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গাজা। আর এর তাণ্ডবে অন্তত ১৩ প্রাণ হারিয়েছে। এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড়টি গতকাল সকালে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তামিলনাড়ুর উপকূলীয় এলাকায় আঘাত হানে। নাগাপাত্তিনাম থেকে ভেদারান্নিয়াম পর্যন্ত ছয়টি জেলার ওপর দিয়ে চলে এর তাণ্ডব। ঝড়ের আগে বৃহস্পতিবার রাতেই নাগাপাত্তিনাম, তিরুভারুর এবং তাঞ্জাভুরের সব এলাকা আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে প্রায় ৭৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ খবর