শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দ্বীপ ফেরত চায় জাপান

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, যদি ক্রেমলিন পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিতর্কিত চারটি দ্বীপ টোকিওর কাছে হস্তান্তর করে তাহলে সেগুলোতে মার্কিন ঘাঁটি করতে দেওয়া হবে না। সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের অবকাশে এক বৈঠকে শিনজো অ্যাবে পুতিনকে এ কথা বলেন। ১৯৫৬ সালের যৌথ ঘোষণাকে ভিত্তি ধরে শান্তি চুক্তির বিষয়ে দুই দেশ আলোচনা জোরদার করবে বলেও বৈঠকে তারা একমত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের ওই ঘোষণায় রাশিয়া চারটি দ্বীপের মধ্যে দুটি জাপানের কাছে হস্তান্তরের অঙ্গীকার করেছিল। বিতর্কিত এসব দ্বীপ জাপান নিজের উত্তরাঞ্চল মনে করে তবে রাশিয়ায় এসব দ্বীপ ‘দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ’ হিসেবে পরিচিত। দ্বীপগুলোর আলাদা কৌশলগত মূল্য রয়েছে এবং এসব দ্বীপের মাধ্যমে রাশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশের সুযোগ পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর