শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

কম্পিউটারই জানেন না সাইবার নিরাপত্তামন্ত্রী!

তিনি জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের সাইবার নিরাপত্তার বিষয়টি তার অধীনে। কিন্তু তিনি বলেছেন, আসলে তিনি কম্পিউটারের কিছুই জানেন না। তার এই স্বীকারোক্তির পর গোটা জাপানের মানুষ হতবুদ্ধি হয়ে গেছে। এই মন্ত্রীর নাম ইয়োশিতাকা সাকুরাদা। তিনি সম্প্রতি দেশটির একটি সংসদীয় কমিটিতে ওই স্বীকারোক্তি দিয়েছেন। সংসদীয় কমিটিতে সাইবার নিরাপত্তামন্ত্রী বলেছেন, তিনি তার জীবনে কখনোই কম্পিউটার ব্যবহার করেননি। তিনি বলেন, ‘২৫ বছর বয়স থেকে আমি আমার স্টাফ ও সচিবদের দিয়ে কাজ করাই। আমি আমার জীবনে কোনো দিন কম্পিউটার ব্যবহার করিনি।’ ৬৮ বছর বয়সী ইয়োশিতাকা গত মাসে জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী নিযুক্ত হন। তার স্বীকারোক্তি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে।

সর্বশেষ খবর