শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কার পার্লামেন্টে ফের হট্টগোল

শ্রীলঙ্কার পার্লামেন্টে ফের হট্টগোল

শ্রীলঙ্কার পার্লামেন্টে গতকাল দ্বিতীয় দিনের মতো হট্টগোল হয়েছে। মাহিন্দা রাজাপক্ষের সমর্থকরা দ্বিতীয় একটি অনাস্থা প্রস্তাব বানচাল করার চেষ্টায় স্পিকারের দিকে বই, মরিচের গুঁড়া এবং পানির বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে বুধবার প্রেসিডেন্টের নিয়োগ করা নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর পার্লামেন্টে হট্টগোল হয়েছিল। অপসারিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ এবং রাজাপক্ষের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার পার্লামেন্টে রীতিমতো মারপিট হয়। গতকাল রাজাপক্ষের সমর্থক এমপিরা স্পিকারের আসন অবরোধ করে রাখেন।  এ পরিস্থিতিতে সরাসরি ভোট সম্ভব না হওয়ায় জয়সুরিয়া কণ্ঠভোট নিতে এমপিদের নাম ডাকা শুরু করলে রাজাপক্ষের সমর্থকরা তার দিকে বইপত্র, মরিচের গুঁড়া ছুড়ে মারেন। শ্রীলঙ্কায় এখন কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ নেই।

সর্বশেষ খবর