মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
খাশোগি হত্যাকাণ্ড

‘ভয়ানক’ খুনের রেকর্ডিং শুনেননি ট্রাম্প

বয়সের পার্থক্য দ্বিগুণেরও বেশি। বন্ধু নন, কিন্তু ‘বন্ধুত্ব’ চমৎকার। এই বন্ধুত্ব এতোটাই দৃঢ় যে বন্ধু মানুষ খুন করার পরও তাকে অন্ধভাবে সমর্থন দিয়ে যেতে হবে। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ বিন সালমানের কথা। সৌদি আরব থেকে স্বেচ্ছা নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কে সৌদি কনস্যুলেটে হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা হয়। সেই খুনের দায় পড়েছে সৌদি যুবরাজের ওপর। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সিআইএ’ও বলছে এই খুনের নির্দেশদাতা যুবরাজ সালমান। কিন্তু নিজ দেশের গোয়েন্দা সংস্থার ধারণাকেও পাত্তা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খুনের তদন্তে জড়িত সব সংস্থাই বলছে তাদের হাতে খুনের সময়কার রেকর্ডিং রয়েছে। কিন্তু সেই রেকর্ডিং শুনতে নারাজ ট্রাম্প। বরং তার কর্মকর্তাদের বলেছেন রেকর্ডিংয়ে কি রয়েছে তা তাকে বলতে। কিন্তু নিজ কানে ওই রেকর্ডিং তিনি শোনবেন না।  তারপরও কর্মকর্তাদের কাছ থেকে ওই রেকর্ড  শোনার পর রবিবার তিনি ফক্স নিউজকে বলেছেন, ‘এটি একটি পীড়াদায়ক টেপ, একটি ভয়ানক টেপ।’ ফক্সকে ট্রাম্প বলেছেন, ‘শুধু শোনা ছাড়া টেপটিতে যা কিছু আছে সবই জানি আমি। এটা খুব সহিংস, খুব বিদ্বেষপূর্ণ ও ভয়ানক ছিল। তবে আমি সেই দুঃসহ টেপ শুনতে চাই না।’ সর্বক্ষমতাবান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই খাশোগিকে হত্যার আদেশ দিয়েছেন বলে সিআইএ সিদ্ধান্তে পৌঁছেছে। আর সিআইএর এই প্রতিবেদন নতুন করে বিপাকে ফেলে ট্রাম্প প্রশাসনকে। এরপরই ট্রাম্প বলেন সিআইয়ের ওই প্রতিবেদন কল্পনানির্ভর। তাই তিনি দু-একদিনের মধ্যে আসল দায়ী কে তা প্রকাশ করবেন।

সর্বশেষ খবর