বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার ই-মেইলে ফাঁসছেন ইভানকা

এবার ই-মেইলে ফাঁসছেন ইভানকা

সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে চরম দুর্গতি দেখতে হয়েছে মার্কিন সাবেক ফার্স্ট লেডি ও গতবারের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ইস্যুকে পুরো ট্রাম্প কার্ড বানিয়ে ফেলেছিলেন। কিন্তু এবার সেই একই রকমের ভুল করে বসেছেন ট্রাম্পকন্যা ও হোয়াইট হাউসের কর্মকর্তা ইভানকা ট্রাম্প। গত বছর হোয়াইট হাউসের কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকশ বার্তা পাঠিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।তবে ইভানকার আইনজীবীরা বলছেন, নিয়মকানুন সম্পর্কে অবহিত হওয়ার আগেই ট্রাম্পকন্যা ওইসব ই-মেইল পাঠিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইভানকার পাঠানো বেশিরভাগ ই-মেইলেই ব্যক্তিগত ও দৈনন্দিন সাধারণ বিষয়াদি থাকলেও কোনো কোনোটি কেন্দ্রীয় নথি সংরক্ষণ আইন লঙ্ঘন করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর আগে একই অপরাধে  হিলারিকে ‘জেলে ঢুকাও’ স্লোগান দিতেও উৎসাহ দিতেন ট্রাম্প। এখন নিজের মেয়ের ব্যাপারে তিনি কি করবেন তা দেখতেই তাকিয়ে রয়েছে সবাই।

 

সর্বশেষ খবর