বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত অর্ধশতাধিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। মঙ্গলবারের এ হামলায় আহত হয়েছে আরও ৭০ জনের বেশি মানুষ। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটি ওয়েডিং হলে হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন উপলক্ষে সমবেত ধর্মীয় নেতাদের ভিড়ের মধ্যে ঢুকে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। কয়েক মাসের মধ্যে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

বিবিসি জানিয়েছে, পিডি ১৫ এলাকার ইউরেনাস হলে ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। বিস্ফোরণের সময় সেখানে অন্তত ১ হাজার মানুষ ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে টোলো নিউজ। কাবুলে গত আগস্টে দুটি হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই হামলাগুলোয় কয়েক ডজন মানুষ নিহত হয়। তা ছাড়া অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচনের সময়ও দেশজুড়ে হামলায় বহু মানুষ নিহত হয়েছে।

 

 

সর্বশেষ খবর