বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
জলবায়ু পরিবর্তন

মার্কিন প্রতিবেদন বিশ্বাস করেন না ট্রাম্প

গোটা বিশ্বের বিজ্ঞানী, বিশেষজ্ঞ সবাই বলছেন জলবায়ু পরিবর্তন আমাদের পৃথিবীর জন্যই হুমকি। কিন্তু একজন আছেন তিনি কোনোভাবেই এটা বিশ্বাস বা স্বীকার করেন না। এমন কী তিনি নিজ দেশের বিশেষজ্ঞদের মতামতকেও বিশ্বাস করেন না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে তার নিজ সরকারের সতর্কতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, আমি তা বিশ্বাস করি না। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের জলবায়ু পরিবর্তনের একটি প্রতিবেদনে ভয়াবহ ক্ষতির বিষয়ে সতর্কতা জানিয়ে বলা হয়, প্রতিবছর কয়েকশ কোটি ডলার মূল্যের আর্থিক ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে সেই প্রতিবেদনকে বিশ্বাস করেন না বলে জানালেন।

সর্বশেষ খবর