রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় পাকিস্তান

ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাকিস্তান সব ক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়। শুক্রবার ইমরান খান সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ইরানের সংবাদমাধ্যম ইরনা ও পার্স টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেশী দেশ ইরান সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্তকে শান্ত ও স্থিতিশীল করতে পাকিস্তান বদ্ধপরিকর।’

 কোরেশি আরও বলেন, ‘ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার ইরানসহ সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যে পরিণত করেছে।’ এ ছাড়া তিনি ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নেরও আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ খবর