মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বুশের জন্য সুলির দুঃখগাথা

বুশের জন্য সুলির দুঃখগাথা

সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ গত শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান। রবিবার সামনে আসে তার পোষ্য কুকুর ‘সুলি’র তার শবাধারের সামনে মনমরা অবস্থায় বসে থাকার একটি ছবি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বুশ পরিবারের মিশন সম্পূর্ণ শিরোনামের সঙ্গে পোস্ট করা সুলির ছবিতে দেখা যাচ্ছে তাকে সিনিয়র বুশের পতাকা-আবৃত শবাধারের সামনে বসে থাকতে। প্রসঙ্গত, সুলি একটি বছরদুয়েকের হলুদ ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির কুকুর। জুন মাসে ভেট-ডগ গ্রুপ নামক একটি সংস্থা সিনিয়র বুশকে সুলিকে উপহার দেয়। প্রাক্তন রাষ্ট্রপতিকে বিশেষ পরিসেবা দেওয়ার জন্য সুলিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সুলির নিজের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখানে মাঝে মধ্যেই সিনিয়র বুশের সঙ্গে তার নানা ধরনের ছবি শেয়ার করা হতো। —ওয়াশিংটন পোস্ট

সর্বশেষ খবর