বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিনেটে সিআইএ প্রধান

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার তদন্ত নিয়ে মার্কিন সিনেটে ব্রিফিং করার কথা গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান গিনা হাসপেলের। মার্কিন স্থানীয় সময় গতকালই এই ব্রিফ করার কথা। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এ হত্যাকাণ্ড নিয়ে সিনেটে বক্তব্য রাখেন। তারা সিনেটরদের বলেন, খাশোগি হত্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স জড়িত থাকার সরাসরি কোনো প্রমাণ নেই। তবে সিআইএ এর আগে বলছে, ওই হত্যা ঘটেছে ক্রাউন প্রিন্সের নির্দেশে। এ বিষয়ে সিআইএর হাতে প্রমাণ আছে। এখন সিআইএ প্রধান কী বক্তব্য দেন তাই দেখার বিষয়। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর