বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাতারের আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) আসন্ন সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। আগামী ৯ ডিসেম্বর রিয়াদে জিসিসির সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে কাতার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার একদিন পর মঙ্গলবার সৌদি বাদশাহ জিসিসির সম্মেলনে দোহাকে আমন্ত্রণ জানাল। তবে কাতারের আমির সৌদি বাদশাহর আমন্ত্রণে সাড়া দিয়ে সম্মেলনে যাবেন কি-না সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। গত বছরের ৫ জুন সৌদি নেতৃত্বাধীন জিসিসির সদস্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জিসিসির বাইরের দেশ মিসর কাতারের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ আরোপ করে। সৌদি নেতৃত্বাধীন এসব দেশ সেই সময় কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনে।

সর্বশেষ খবর