শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস প্রেসিডেন্টের

শ্রীলঙ্কা সংকট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা বলেছেন, এক সপ্তাহের মধ্যে দেশটির রাজনৈতিক সংকটের সমাধান হবে। বুধবার তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে দেশটির একটি আদালত সাময়িক বরখাস্তের পর এই ঘোষণা দিলেন সিরিসেনা। এক বিবৃতিতে সিরিসেনা বলেন, চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে এক সপ্তাহের মধ্যে। সম্পূর্ণ সমাধান হবে। এই উদ্যোগ আমি নেব জনগণের জন্য, আপনাদের জন্য এবং আমাদের মাতৃভূমির জন্য। শান্তির জন্য আমি সবগুলো রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি। তবে চলমান এই সংকটের জন্য তিনি দায়ী নন বলেও  দাবি করেছেন। সিরিসেনা গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে। দেশটির সংসদে দুই দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। পরে দেশটির সর্বোচ্চ আদালত রাজাপক্ষকে অবৈধ ঘোষণা করে। এনডিটিভি

সর্বশেষ খবর