শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইয়েমেন শান্তি আলোচনা শুরু

ইয়েমেনে ভয়াবহ গৃহযুদ্ধ চলার দীর্ঘদিন পেরুনোর পর অবশেষে সরকারপক্ষ ও হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। সুইডেনে এই শান্তি আলোচনায় বসতে চলেছে। গতকালই এ আলোচনা শুরু হওয়ার কথা। বৈঠকের আগে জাতিসংঘের বিশেষ দূত গ্রিফিত হুঁশিয়ারি দিয়েছেন এ যুদ্ধ বন্ধ করার এটাই সময়। না হলে পস্তাতে হবে লাখ লাখ মানুষকে। মানব বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা ইয়েমেনে যুদ্ধাবসানে কয়েকবছরের মধ্যে শান্তি আলোচনার এ সূচনাকে আশার আলো বলে অভিহিত করেছেন তিনি। সংঘাতে লিপ্ত সব পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারাকেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা দেন গ্রিফিথ। শান্তি আলোচনা এমন সময় হচ্ছে, যখন ইয়েমেনবাসী ক্ষুধা ও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব মিত্রদের নিয়ে সামরিক অভিযান শুরু করার পর এ পর্যন্ত দেশটিতে বহু শিশুসহ লাখো মানুষ নিহত হয়েছে। সংঘাত বন্ধে গত কয়েক মাস ধরে একটি শান্তি আলোচনার চেষ্টা করে আসছে জাতিসংঘ। কিন্তু ২০১৬ সাল থেকে কোনো আলোচনাই হয়নি। জেনেভায় গত সেপ্টেম্বরে আলোচনার সর্বশেষ একটি চেষ্টাও হুতিদের অনুপস্থিতির কারণে ব্যর্থ হয়।

সর্বশেষ খবর