শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

হার্ভার্ডে সম্মাননা মালালার

নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের নোবেলজয়ী শিশু শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে সম্মাননা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের কেনেডি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল এক অনুষ্ঠানে মালালাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়। কিশোর বয়স থেকেই নারী শিক্ষা ও অধিকার আদায়ে আওয়াজ তুলেছেন মালালা। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। বর্তমানে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ২১ বছর বয়সী এ তরুণী।

কারণ জানাল কাতার

কাতারের জ্বালানিমন্ত্রী সা’দ আল-কা’বি বলেছেন, রাজনৈতিক কারণে তার দেশ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে না। ওপেকের ১৭৫তম বৈঠকে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছে বুধবার এমন মন্তব্য করেন তিনি। সা’দ আল-কা’বি দাবি করেন, কাতার ওপেকে নিজের উপস্থিতির উপকারি ও ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। গত ৩ ডিসেম্বর ওপেক ছাড়ার ঘোষণা দিয়ে কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করছে কাতার।  পার্স টুডে।

ইরানে আত্মঘাতী হামলা

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় চারবাহার বন্দর শহরে পুলিশ স্টেশনের কাছে গাড়ি বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকালের এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানায়, ‘আজ (গতকাল) সকালে চারবাহারের একটি পুলিশ স্টেশনের কাছে পুলিশ গাড়ি থামনোর নির্দেশ দিলে গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারীরা।

দুই জঙ্গি বিমানের ‘সংঘর্ষ’

জাপান উপকূলে মার্কিন মেরিন কোরের দুটি জঙ্গি বিমানের মধ্যে সংঘর্ষের পর থেকে পাঁচ মার্কিন মেরিন সৈন্য নিখোঁজ রয়েছেন। গতকাল মধ্যাকাশে রিফুয়েলিং মহড়া দেওয়ার সময় কোনো ভুলে দুটি বিমানের মধ্যে সম্ভবত ধাক্কা লাগে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনার সময় দুটি বিমানে থাকা সাত জন মেরিনের মধ্যে এ পর্যন্ত একজনকে উদ্ধার করেছে তাদের মেরিন বাহিনী। এক সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়াইয়া এ তথ্য জানিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর