শিরোনাম
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছয় বছর পর মুক্ত জীবনের স্বাদ পাচ্ছেন অ্যাসাঞ্জ

ছয় বছর পর মুক্ত জীবনের স্বাদ পাচ্ছেন অ্যাসাঞ্জ

লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছেড়ে মুক্ত জীবনে ফিরতে পারেন সাড়া জাগানো গোয়েন্দা অনলাইন গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ব্রিটেন নিশ্চিত করেছে, যেসব দেশে গেলে তাঁর জীবন হুমকির সম্মুখীন হতে পারে, এমন কোনো দেশে তাকে পাঠাবে না তারা। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের লন্ডন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে বেরিয়ে মুক্ত জীবন যাপন করতে পারবেন। ৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জ গ্রেফতার এবং সুইডেনে হস্তান্তর ঠেকাতে গত ৬ বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসেই অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ইকুয়েডর জানিয়েছে, সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে এবং হস্তান্তরের আবেদনও উঠিয়ে নিয়েছে।

সর্বশেষ খবর