রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
তেলের মূল্যবৃদ্ধি

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৫০০

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৫০০

ফ্রান্সের বিক্ষোভকারীরা নতুন করে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে। বিক্ষোভ দমনে সরকার ইতিমধ্যে ৯০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। রাজধানী প্যারিসে বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়তে দেখা গেছে। আটক করা হয়েছে অন্তত ৫ শতাধিক। বিবিসি জানায়, রাজধানী প্যারিসেই  মোতায়েন করা হয়েছে ৮ হাজার নিরাপত্তা কর্মকর্তা ও ১২টি সাঁজোয়া যান। এখানে প্রায় ৫ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে পুলিশি বেষ্টনিতে প্রতিবাদ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। তবে বড় ধরনের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত মাস থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিক্ষোভ হয়ে আসছে।  বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহূত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা অংশ নেওয়ায় এই আন্দোলনের নাম দেওয়া হয় ‘ইয়োলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন। আন্দোলনকারীদের সহিংসতায় এ পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ এবং  বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে। গত মঙ্গলবার সরকারের পক্ষ থেকে কর আরোপের সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করা হয়। তবে এরপরও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সরকারের দাবি এ পর্যায়ে আন্দোলনটি ভিন্নখাতে নিয়ে যেতে চাচ্ছে ‘চরম সহিংস’ বিক্ষোভকারীরা। প্যারিসের চ্যাম্প-এলিসিতে প্রায় ৫ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছিল। তারা পুলিশের  দেওয়া ব্যারিকেড ভেঙে মিছিল করতে চেয়েছিল। এ সময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ফরাসি দৈনিক লা মন্ডির এক সাংবাদিক জানিয়েছেন, বিক্ষোভকারীরা সংখ্যায় কম ছিল। পুলিশ তাদের ব্যাগ  তল্লাশি করেছে এবং হেলমেট ও চশমার মতো জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।  বিক্ষোভকারীদের অধিকাংশই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। সহিংসতার হুমকি দেওয়ার পর বিক্ষোভ  থেকে সরে গেছেন তুলনামূলকভাবে বয়স্করা। পুলিশ ৪৮০ জনেরও বেশি বিক্ষোভকারীকে প্যারিসে প্রবেশ করতে দেয়নি। এছাড়া ২১১ জনকে আটক করেছে বলে জানিয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ জানিয়েছেন, এর আগের সপ্তাহ তুলনায় শনিবার আটককৃত বিক্ষোভকারীর সংখ্যা  বেশি।

সর্বশেষ খবর