সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘জনগণের ঐক্য’র ডাক ফ্রান্সের প্রধানমন্ত্রীর

ইয়োলো ভেস্ট আন্দোলন

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে টানা মাস খানেকের আন্দোলন ও সহিংসতার পর ‘জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠার’ ডাক দিলেন ফরাসি প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ। শনিবার আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো করই আমাদের জাতীয় ঐক্যকে গুঁড়িয়ে দিতে পারবে না। আমাদের এখন আলোচনা, কাজ ও একে অপরের কাছাকাছি আসার মাধ্যমে জাতীয় ঐক্যকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে।’ ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। ক্রমাগত এ আন্দোলন আরও জোরালো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হতে থাকে। একইসঙ্গে সহিংস রূপ ধারণ করে তা। প্রধানমন্ত্রী ফিলিপ জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সংলাপকে উৎসাহিত করতে শিগগিরই বেশকিছু ব্যবস্থা নেবেন। জীবনধারণের বাড়তি ব্যয় ও জ্বালানি করের বিরুদ্ধে পথে নেমে আসা ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনকারীদের দমাতে শনিবারও পুলিশকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করতে হয়েছে। এ দিন প্রায় ১ হাজার লোককে আটক করা হলেও সহিংসতার মাত্রা আগের সপ্তাহের তুলনায় কম ছিল। এ পরিস্থিতিতে শনিবার ফরাসি প্রধানমন্ত্রী এদুয়া বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা ‘চালিয়ে যেতে হবে’। ফরাসি সরকারের অভিযোগ, আন্দোলনটি সংক্ষুব্ধ সাধারণ ফরাসিদের দ্বারা সংঘটিত হলেও, এখন সেটি চরম ডানপন্থি এবং নৈরাজ্যবাদীদের দখলে চলে গেছে। তারা সহিংসতা ও অস্থিরতা তৈরি করছে।

সর্বশেষ খবর