মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাতার সংকট রেখেই জিসিসি সম্মেলন শেষ

চলমান কাতার সংকট সমাধানের কোনো রূপরেখা হাজির করা ছাড়াই শেষ হয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ৩৯তম সম্মেলন। সম্মেলনে কাতার সংকটের বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি। গত বছরের জুনে কাতারের বিরুদ্ধে আকাশ, জল ও স্থল পথে অবরোধ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ আনে। কাতার এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, দেশটির সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতেই এই অবরোধ জারি করা হয়েছে। আল-জাজিরা জানায়, সম্মেলনে কাতার সংকটের বিষয়টি উত্থাপিত না হলেও শেষে যৌথ ঘোষণায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে কাতার সংকট নিয়ে আলোচনা না করায় যৌথ ঘোষণার সমালোচনা করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। কিন্তু তিনি সম্মেলনে যোগ দেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী মুরাইখর সম্মেলনে যোগ দেন। আল জাজিরা

সর্বশেষ খবর