শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাও

দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে. চন্দ্রশেখর রাও (৬৪)। এ নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসলেন রাজ্যটির ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) সভাপতি। অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের পর ২০১৪ সালের ২ জুন প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। গতকাল দুপুরে রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল ই এস এল নরসিমা। কলকাতা প্রতিনিধি

যুক্তরাষ্ট্রকে কানাডার সতর্কতা

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বন্দী বিনিময় ইস্যুকে রাজনীতিকরণ করা নিয়ে এ সতর্কতা দিয়েছেন তিনি।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝৌকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে ওয়াশিংটনের অনুরোধে হস্তক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের একদিন পর এ প্রতিক্রিয়া জানানো হয়।

স্কাই ডাইভিংয়ে শতায়ু নারী

বৃদ্ধকাল নিয়ে গত্বাঁধা ধারণা ভেঙে দিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন ১০২ বছর বয়সী এক নারী। রবিবার সাউথ অস্ট্রেলিয়ার লংহর্ন ক্রিকে এক স্কাই ডাইভে অংশ নিয়ে তা সফলভাবে শেষ করেছেন ওই শতায়ু নারী। পেয়েছেন বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্কাই ডাইভারের খেতাব। রবিবার তাকে সঙ্গে নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন প্রশিক্ষকও। আকাশে ভেসে থাকেন দুজন। অবশেষে ২২০ কিলোমিটার গতিবেগে নিচে নেমে আসেন তারা। এর আগে এ রেকর্ড ছিল ব্রিটিশ স্কাই ডাইভার ব্রাইসন উইলিয়াম ভার্দুন হায়েসের। ১০১ বছর ৩৮ দিন বয়সে স্কাই ডাইভিং করেছিলেন তিনি।

কোহেনের তিন বছরের জেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের জেল দিয়েছে নিউইয়র্কের আদালত। একাধিক অভিযোগে বুধবার এ দণ্ড পেলেন কোহেন। এর মধ্যে আছে, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনের আগে অর্থ দিয়ে একজন পর্ণ তারকা ও একজন মডেলের মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়া। প্রতিটি অপরাধেই দোষ স্বীকার করেছেন কোহেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এসব কাজ করেছেন বলে এর আগে দাবি করেছিলেন তিনি। বুধবার নিউইয়র্ক আদালতেও সব অপকর্মের জন্য ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কোহেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর