শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে নতুন আলোচনার সুযোগ নেই : ইইউ

ব্রেক্সিট চুক্তিতে উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত নিয়ে যে সমঝোতা হয়েছে সে বিষয়ে ইউরোপীয় নেতাদের কাছে আইনি নিশ্চয়তা চেয়ে ইউরোপ সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। কিন্তু তাকে খালি হাতেই ফিরতে হয়েছে। ইউরোপের নেতারা বলেছেন, ব্রেক্সিট নিয়ে নতুন করে আরও আলোচনার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকের পর ইইউ নেতারা ‘ব্রেক্সিট নিয়ে নতুন আলোচনার সুযোগ নেই’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিবিসি বলছে, যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছ থেকে আরও আশ্বাসের প্রয়োজন ছিল মে-র। তা না পাওয়ায় প্রধানমন্ত্রীকে এখন আগের চুক্তি নিয়েই হাউস অব কমন্সের মুখোমুখি হতে হচ্ছে। বিবিসি

সর্বশেষ খবর