মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাশোগির বিষয়ে সিনেটের অবস্থান প্রত্যাখ্যান সৌদির

খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে মার্কিন সিনেটে প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছে সৌদি আরব। সিনেটে একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে মার্কিন সামরিক সহায়তা বন্ধেরও প্রস্তাব পাস করা হয়। সিনেটে পাস করা এ দুটি প্রস্তাবের নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে ‘অসত্য অভিযোগের’ ভিত্তিতে ‘হস্তক্ষেপ’ বলে মন্তব্য করেছে। সোমবার এক বিবৃতিতে নিজেদের এ অবস্থান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেট যে অবস্থান প্রকাশ করেছে তা অপ্রমাণিত দাবি ও অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এতে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে অশোভন হস্তক্ষেপ করা হয়েছে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূমিকার ক্ষতি করেছে, তাই সৌদি আরব তা প্রত্যাখ্যান করছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সিনেটে পাস হওয়া দুটি প্রস্তাব প্রতীকী এবং এটা আইন হওয়ার সম্ভাবনা কম। তবে এর মাধ্যমে মার্কিন আইনপ্রণেতারা সৌদি নীতির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিলেন। কংগ্রেসের কোনো কক্ষে এই প্রথমবার কোনো ভোটে ‘১৯৭৩ ওয়ার প্রটেক্ট অ্যাক্ট’ এর অধীনে সামরিক যুদ্ধ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সম্মতি প্রকাশ করা হয়। ৫৬-৪১ ভোটে তা পাস হয়। বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকা এই প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইসলামী চরমপন্থি ছাড়া ইয়েমেন যুদ্ধে সম্পৃক্ত মার্কিন সব বাহিনীকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এরপর খাশোগি হত্যায়  যুবরাজ সালমানকে দায়ী করে প্রস্তাব পাস করে। বিবিসি।

সর্বশেষ খবর